বাছাইকৃত খবরসব খবর

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস

জনতার উল্লাস

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ও গণঅভ্যুত্থানে  মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা।

সোমবার ( ১৭ নভেম্বর, ২০২৫) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। এ সময় ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’— স্লোগান দিতে থাকে জনতা।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ সময় সতর্ক অবস্থানে দেখা গেছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্দোলনে অংশ নেওয়াদের অনেকেই সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় উপস্থিত হন। বিভিন্ন শ্লোগানে তারা পুরো এলাকা মুখরিত করে রাখেন।


Related posts

সীতাকুণ্ডে সড়ক অবরোধ, মধ্যরাতে বহিষ্কার চার নেতা

Mohammad Mustafa Kamal Nejami

রাইজিং স্টার্স এশিয়া কাপ : বাংলাদেশ এ দলের সহজ জয়

Mohammad Mustafa Kamal Nejami

নাইক্ষ্যংছড়িতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ দোকান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment