শীতার্তদের মাঝে সাতকানিয়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ


রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ>>>বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার (জানুয়ারী )বিকাল ৩ টার দিকে,এওচিয়া এওচিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা হলরুমে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।এসময়,এওচিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইলিয়াস’র সভাপতিত্বে,সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এওচিয়া ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক,বিশেষ অতিথি মুহাম্মাদ জকরিয়া,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু সৈয়দ মাস্টার,আলী আহমদ,আব্দুর রহিম,ইউনুস,সাইফুল প্রমুখ।তিনি বলেন, “এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন,আমরা এওচিয়া ইউনিয়নের ৪ টি ওয়ার্ডে,৪ শতাধিক কম্বল বিতরণ করেছি,মানুষের ন্যায্য অধিকার, আদায়ের জন্য কাজ করে যাচ্ছি,আপনারা জানেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে,যা সৎ,দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবে।পাশাপাশি তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


Related posts

উখিয়ায় মুসলিম পরিচয়ে সাতকানিয়ার হিন্দু যুবক বাবলু কর্মকারের বিয়ে!

Chatgarsangbad.net

চট্টগ্রামের উন্নয়নে নাগরিক সমাজের সহায়তা চাইলেন মেয়র

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ার কোদালায় গনসংযোগ ও পথসভায় – হুম্মাম কাদের চৌধুরী “গত ১৬ বছরের অত্যাচার নির্যাতন মানুষ মাফ করলেও,আল্লাহ করবেন না”

Md Maruf

Leave a Comment