শিক্ষার মানোন্নয়নে চন্দনাইশে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়


চন্দনাইশ প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়।

এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Related posts

ইসলাম ন্যায় ও ইনসাফের ধর্ম।

Sohel Taj

চট্টগ্রামের চন্দনাইশে বারুণী স্নান উপলক্ষে বরুমতি মেলা

Chatgarsangbad.net

ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরণের বিরোধ মানুষের কাম্য নয়: চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন

Chatgarsangbad.net

Leave a Comment