লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতি সভা


নুরুল আবছার চৌধুরী:

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।

এ উপলক্ষে সাংবাদিকদের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনময় সভা গত বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন। সাধারন সম্পাদক লোকমান তালুকদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল সালাম মেম্বার, ব্যবসায়ী নেতা মো. আলমগীর হামিদ, রিপন কান্তি গুহ, গাজী নাজিম, নাছির উদ্দিন, মোহাম্মদ বাদশা প্রমুখ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন ও সম্পাদক লোকমান তালুকদার বলেন, দীর্ঘ বার বছর পর লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিজের পছন্দের প্রার্থীকে ব্যবসায়ীরা নিবিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষে নির্ভুল ভোটার হালনাগাদ কাজ চলমান রয়েছে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।


Related posts

বিএনপি সু্যোগ পেলেই তাদের পুরানো রূপে ফিরে যায়: শিক্ষা উপমন্ত্রী

Chatgarsangbad.net

বিচারকের স্বাক্ষর জালিয়াত!

Chatgarsangbad.net

সাতকানিয়ায় পানিতে ভাসমান অবস্থায় এক ছাত্রের লাশ উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment