আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লিও ক্লাব ইব চিটাগং এমিয়েবল রোজ গার্ডেনের সেবা বর্ষের কমিটি গঠন


ডেস্ক নিউজ: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫,বি–৪ এর আওতাধীন লায়ন্স ক্লাবের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং এমিয়েবল রোজ গার্ডেনের ২০২৫-২৬ সেবা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।

অত্র ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট লিও হিরো জান্নাত সাথীর সভাপতিত্বে ও লিও ক্লাব এডভাইজর লায়ন সুলতানা নুর জাহান রোজির উপস্থিতিতে গত (১০ জুন) ক্লাবের সভায় ক্লাব সদস্যদের মতামত ও বোর্ড অব ডিরেক্টরের সিদ্ধান্তক্রমে এ কমিটি গঠিত হয়।

সভায় সকলের সিদ্ধান্তক্রমে ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন প্রেসিডেন্ট লিও আসিফ রহমান, সেক্রেটারী লিও মোঃ জাহেদুল আলম, ট্রেজারার লিও সাইদুল ইসলাম শাওন । কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে লিও নাঈমুল ইসলাম(এডমিন) , লিও মরজিনা বাসার শান্তা (এক্টিভিটিস) লিও সাজেদা আনজুম(কালচারাল) , জয়েন্ট সেক্রেটারী লিও শাহ আলম সাকিব , লিও জান্নাতুল ফেরদৌস, জয়েন্ট ট্রেজারার লিও কানিজ ফাতেমা, টেমার লিও রবিউল ইসলাম,টেইল টুইস্টার লিও এডভোকেট এহসানুল করিম ,সিস্টার কো-অর্ডিনেটর লিও ফারহানা আকতার, নিউজ এন্ড মিডিয়া চেয়ারম্যান লিও রাব্বি হোসাইন, স্পোর্টস চেয়ারম্যান লিও অনুপম দাশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর