লামায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ২৫


নিউজ ডেস্ক: বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই দুর্ঘটনা হয়।

আহতরা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)।

এরমধ্যে তাহজীবসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব বলেন, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামার মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা নারী ও শিশুসহ মোট ২৫ জন আহত হয়। বাসে ৩২ যাত্রী, দুইজন ড্রাইভার ও হেলপার ছিল।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলেমান বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। মোট ২৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বাড়ি লোহাগাড়া উপজেলায় হওয়ায় তারা চিকিৎসা নিয়ে চলে গেছে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক পুলিশের হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে গেছে। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে। তার স্বজনরা আসছে। তাকেও চট্টগ্রামে রেফার করা হয়েছে।


Related posts

আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক বান্দরবান শাখার উদ্যোগে আর্থিক শিক্ষা ও সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Chatgarsangbad.net

হত্যা মামলার প্রধান দুই আসামি সাতকানিয়া পুলিশের হাতে আটক

Shahidul Islam

মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন ফৌজদারহাট ডিসি পার্কে

Chatgarsangbad.net

Leave a Comment