লংগদুতে জাতীয় যুব দিবস উদযাপন


আব্দুল জব্বার , লংগদু (রাঙ্গামাটি)

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর ২০২৪ রাঙ্গামাটি জেলার লংগদুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর নির্দেশনা অনুসারে উপজেলা উন্নয়ন অফিস এর আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্বাছ উদ্দিন মিঝির সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ ইমরান মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।

এসময়ে প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে এ সামনে এগিয়ে আসতে হবে। এজন্য দরকার প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি ঋণের চেক নিয়ে বসে না থেকে কাজ করতে পরামর্শ দেন।


Related posts

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির নির্বাচন ২৭ নভেম্বর

Chatgarsangbad.net

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করলেন কুবির শিক্ষার্থীরা

Chatgarsangbad.net

বাকলিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিচারের দাবিতে মানববন্ধন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment