আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।। বর্ডার গার্ড বাংলাদেশ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবাসহ ০৩ জন নারী মাদক পাচারকারীকে আটক করেছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র একটি বিশেষ টহল দল রামু খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে এর তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ দেহ তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিচ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীরা হলেন, টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০) ও এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply