রামপুরায় ২৮ জনকে হত্যা: অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন

 

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির তারিখ আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলাটির গ্রেফতার দুই আসামি—বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত বিন আলম মুন—কে হাজির করা হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল ওইদিন অভিযোগ গঠন শুনানির তারিখ ঘোষণা করেন।

মামলার বাকি দুই আসামি—ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান—পলাতক থাকার কারণে তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন পক্ষের হয়ে আজ শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এসময় অন্যান্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

সকালে ঢাকা সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে করে দুই সাবেক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল এলাকা ঘিরে সেনা, পুলিশ, র‌্যাব ও বিজিবির ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। সেই সময় রামপুরায় প্রাণ হারান ২৮ জন, আহত হন আরও অনেকে। ঘটনার সময় আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাতে রেদোয়ানুল ইসলামকে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বাসস

বাংলাদেশের খবর/ চাটগাঁর সংবাদ


Related posts

আমরা ডিজিটাল বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করেছি: পলক

Chatgarsangbad.net

মন্ত্রীপরিষদ চমৎকার: তথ্যমন্ত্রী

Chatgarsangbad.net

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা ইইউ’র

Chatgarsangbad.net

Leave a Comment