রাঙ্গুনিয়ায় ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরি


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় বিশেষ পদার্থ ব্যবহার করে গ্যারেজের তালা ভেঙ্গে প্রায় দশ লক্ষ টাকার মূল্যবান মালামাল চোরের দল নিয়ে যায়। গতকাল শনিবার এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পূর্ব নতুনপাড়া এলাকায় গত শুক্রবার রাতে আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রীর একটি ইলেকট্রিক্যাল গ্যারেজের তালা ভেঙ্গে মূল্যবান মালামাল লুট করা হয়। জনৈক আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রী বলেন, বাস, ট্রাক, জীপ ও মাইক্রো সহ বিভিন্ন পরিবহনের নতুন ও পুরাতন মূল্যবান যন্ত্রাংশ গ্যারেজে রাখা হয়। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


Related posts

উৎসবমুখর পরিবেশে চলছে উপজেলা নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ

Chatgarsangbad.net

পটিয়ায় ২দিনে ৪টি দূর্ধষ চুরি

Mohammad Mustafa Kamal Nejami

আত্মশক্তিতে বিশ্বাসী শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যত গঠন করতে পারে

Chatgarsangbad.net

Leave a Comment