উত্তর চট্টগ্রামচট্টগ্রামটপ নিউজ

বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার


নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। এ সময় ৩ জনকে আটকও করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।

অভিযান এখনও চলমান রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হয়েছিলেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান


Related posts

চন্দনাইশে সমাজসেবা অধিদফতরের সেমিনার সম্পন্ন

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক পল্লী বিদ্যুৎ কর্মী

Chatgarsangbad.net

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে মহান বিজয় দিবস পালিত

Chatgarsangbad.net

Leave a Comment