যোগ দেব না অন্য কোনো দলে : তৈমুর খন্দকার


বিএনপির সব পদ থেকে বহিষ্কারের পর থেকে আবারও আলোচনায় এসেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দেখা দিয়েছে নানা প্রশ্ন। এমন অবস্থায় সদ্য বহিষ্কৃত এই নেতা তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, দল পরিবর্তন কিংবা অন্য কোনো দলে যোগ দেবেন না।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‌‘বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোনো প্ল্যাটফর্মে যাবো না।’

তৈমুর আলম বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো।’ তিনি আরও বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।’

বহিষ্কারের বিষয়ে তৈমুর বলেন, ‘আমি মনে করি, রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবী দরকার হয় না। আমার প্রতি দলের সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। কারও প্রতি কোনো ক্ষোভ নেই।’


Related posts

ডেঙ্গু প্রতিরোধে দোহাজারী পৌরসভায় মশক নিধন, পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক র‌্যালি

Chatgarsangbad.net

আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়েন: যশোরবাসীকে প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

ব্যক্তিশ্রেণির আয়কর: অনলাইনে ৬ লক্ষাধিক রিটার্নের প্রত্যাশা এনবিআরের

Chatgarsangbad.net

Leave a Comment