মোংলা বন্দরে খালাস হচ্ছে আর্জেন্টিনা হতে আসা ২০ হাজার টন গম।


মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> মোংলা বন্দরের প্রথমবারের মতো আর্জেন্টিনা থেকে গমের চালান এসেছে। গতকাল দুপুরে মোংলার জয়মিনিরঘোল খাদ্য গুদাম জেটিতে খালাস করা হচ্ছে এ গম।এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ২০ হাজার ৮০ টন গম নিয়ে বন্দরের ৭ নম্বর বয়ায় নোঙ্গর করে মাল্টার পতাকাবাহী ” এমভি ইলিপডা জিআর” জাহাজটি। মোংলা বন্দরের খাদ্য নিয়ন্ত্রকের সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, আন্তর্জাতিক উম্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম আমদানি করা হয়।৫ ফেব্রুয়ারী চট্রগ্রাম বন্দরে নোঙ্গর করে জাহাজটি। সেখানে ৩০ হাজার ১২০ টন গম খালাস করা হয়।এর পর বাকি ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাসের উদ্দেশ্য জাহাজটি বৃহস্পতিবার বন্দরে আসে।ঔই দিন দুপুরে মোংলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা, জাহাজটির শিপিং এজেন্ট সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গমের নমুনা সংগ্রহ করেন।এর পর সেই গমের ভৌত পরিক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে গতকাল দুপুর থেকে গম খালাস কার্যক্রম শুরু হয়।তিনি আরো বলেন, সাইলোতে ১৩ হাজার ৮০ টন গম মজুদের পর, বাকী ৭ হাজার টন গম বস্তাবন্দি হয়ে যাবে বরিশাল, খুলনা ও সিরাজগঞ্জের বাঘাবাড়ি সহ দেশের বিভিন্ন জেলায়।


Related posts

রোয়াংছড়ি শীলাওয়াইংসা মহাথ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ভক্তদের ঢল

Md Maruf

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে “কাপ্তাই পেশাদার সাংবাদিকদের করণীয়” শীর্ষক আলোচনা সভা

Md Maruf

রাঙ্গুনিয়ায় দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড

Md Maruf

Leave a Comment