মাদক ক্রিস্টাল মেথ নিয়ে রোহিঙ্গাসহ তিনজন আটক


নিউজ ডেক্স >>> চট্টগ্রামে পৃথক অভিযানে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ (আইস) সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।শুক্রবার (২৪ জানুয়ারি) নগরীর চান্দগাঁও, কোতোয়ালী এবং ফেনী মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন – মনজুর আলম (২৮),নিজাম উদ্দিন খাঁন (৫৭) এবং মোঃ বাবু (১৮)।র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও, কোতোয়ালী এবং ফেনী মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস),৯৪ গ্রাম হিরোইন এবং ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানায় র‍্যাব।উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Related posts

জাতীয় উৎপাদনশীলতার মহাপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনে সেমিনার

Chatgarsangbad.net

চন্দনাইশে জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীনের ইফতার সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Chatgarsangbad.net

Leave a Comment