চন্দনাইশ প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি শহীদ মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন, কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘন্টাব্যাপি অবরোধ ছিলো। রাস্তা দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ছাত্রসেনা, যুবসেনা, ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর চন্দনাইশ উপজেলার উদ্যোগে উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সামনে মানববন্ধন ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গাছবাড়িয়া খাঁনহাটে মহাসড়কে নেতাকর্মীরা রাস্তার উপর শুয়ে থেকে অবস্থান নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, প্রচার উপ কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা মুহাম্মদ আবু তালেব, মুহাম্মদ সরওয়ার হোসেন, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ হাসান মুরাদ, হাফেজ মুহাম্মদ ওসমান রেজা, মুহাম্মদ সেকান্দর হোসেন, মুহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, আবরারুল ইসলাম আবিদ, আবদুন নবী, কাজী মুহাম্মদ সাঈদ হোসেন, মুহাম্মদ তোহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা শহীদ মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড সুন্নী জনতার হৃদয়ে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। রাষ্ট্রকে এ ঘটনায় কঠোর অবস্থান নিতে হবে।”
মানববন্ধন, কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ মাওলানা রইস উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে, উপজেলার দোহাজারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply