আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে পুলিশের এসআই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার


চাটগাঁর সংবাদ ডেস্ক: মহেশখালীতে চাঞ্চল্যকর এসআই (উপ-পরিদর্শক) পরেশ হত্যা মামলার পলাতক আসামি মো. নাছির (৪৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার হোয়ানকের কাঁঠালতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক জানান, গ্রেফতার নাছির ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আসামি নাছির হোয়ানকের কাঁঠালতলী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর