মহেশখালীতে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার 


সরওয়ার কামাল, মহেশখালীঃ

২ নভেম্বর মহেশখালীতে ফের সরকারী ছুটির দিনেও থেমে নেই দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। ২রা নভেম্বর (শনিবার) বিকালে মহেশখালী উপজেলার শাপলাপুর বাজারে- বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এসময় বিভিন্ন দোকান প্রতিষ্ঠানে নিত্যপণ্যের বিক্রয় মূল্যের তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য নেওয়া, রেস্টুরেন্ট নোংরা অস্বাস্থ্যকর রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলো হলো, মুদির দোকান আব্দুল করিম স্টোর, রোমান স্টোর, মোকাররম উদ্দিন ফল বিতান, ও জামান রেস্টুরেন্ট।
পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া, বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন মহেশখালী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


Related posts

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. আলমগীরের সমর্থনে মহিলা সমাবেশ

Chatgarsangbad.net

ঈদগাঁওতে বিএনপির প্রয়াত নেতা কর্মীদের স্মরণ সভার প্রস্তুতি সভা যেন প্রবীণ নেতা কর্মীদের মিলন মেলা

Mohammad Mustafa Kamal Nejami

রাঙ্গুনিয়ায় সাড়ে ৬’শ শিক্ষার্থীর অংশগ্রহণে বাগীশিক পরিক্ষা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment