মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ আটক ১


নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী থানাধীন কেরুনতলীসংলগ্ন গহিন পাহাড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


Related posts

বরকল আবদুল হাই-আনোয়ারা স্কুল এণ্ড কলেজে বর্ণিল অনুষ্ঠান সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশের দোহাজারীতে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার ১

Chatgarsangbad.net

এলাকার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা আবদুচ ছালামের

Chatgarsangbad.net

Leave a Comment