কভারবাংলাদেশ

ভূ‌মিকম্প


বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। 
আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। 
 
এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। 

ঢাকায় আতংকে মানুষজন রাস্তায় নেমে আসেন এ সময়।  অনেকেই সামাজিকমাধ্যমে পোস্ট দেন। রাজধানীর এক শপিং মলের কাপড় ব্যবসায়ী জানান, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখি সেলফ থেকে কাপড় নিচে পড়ে যাচ্ছে। প্রচণ্ড কাঁপুনি অনুভব করি।

মিরপুর ২ থেকে এক গৃহিনী বলেন, হঠাৎ দেখি ডেসিন টেবিল নড়ছে। সেখানে রাখা কসমেটিক্স এর কোটা পড়ে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ ধাক্কা দিচ্ছে।

এদিকে রাজধানীতে ভূমিকম্পে বেশ কিছু নির্মাণাধীন ভবন থেকে ইট নিচে পড়ার খবর পাওয়া গেছে। হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, রাজশাহী, নাটোর মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলা‌দে‌শের খবর

Related posts

৫২ লাখ টাকার ইলিশ নিয়ে মহেশখালীতে তোলপাড়

Md Maruf

একটি গাছের চারা, একটি ইন্স্যুরেন্স: কৈয়ুম চৌধুরী

Chatgarsangbad.net

মন্ট্রিল প্রটোকলের ৩৫ বছরের সাফল্য যথার্থ: রাষ্ট্রপতি

Chatgarsangbad.net

Leave a Comment