বোয়ালখালীতে এক অসহায় কৃষকের গাভী ও বাচুর চুরি


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে এক অসহায় কৃষকের গোয়ালঘর থেকে গাভী ও বাচুর চুরি করে নিয়ে গেছে চোরের দল।

সোমবার (১৭ নভেম্বর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষক মো. ইদ্রিস আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

কৃষক ইদ্রিস জানান, রবিবার রাতে গরু দুটি গোয়াল ঘরে বেঁধে তিনি ঘুমাতে যান। ভোরে আজানের পর তার ভাইয়ের স্ত্রী নামাজ পড়তে উঠলে গোয়ালঘর খালি দেখতে পান। পরে ডাক দিলে তিনি এসে দেখেন—তার শেষ সম্বল গাভী ও বাচুরটি নিয়ে গেছে চোরের দল।

মো. ইদ্রিস বলেন, গাভীটি থেকে প্রতিদিন প্রায় ৪ কেজি দুধ পেতাম। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে কৃষিকাজ করে টানাপোড়েনের সংসার কোনোমতে চালাতাম। এখন গরু দুটি হারিয়ে দিশেহারা হয়ে গেছি।

এবিষয়ে কোন ধরনের অভিযোগ এখনো পায়নি বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো লুৎফুর রহমান।


Related posts

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান পদে এম. নুরুল হুদা চৌধুরীর মনোনয়ন পত্র প্রদান

Mohammad Mustafa Kamal Nejami

চাঁদাবাজির প্রতিবাদে কালুরঘাটে ব্যবসায়ীদের মানববন্ধন

Chatgarsangbad.net

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে ১ম হলেন দোহাজারীর মেয়ে বুশরা

Chatgarsangbad.net

Leave a Comment