আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে আগুনে বসতঘর ভস্মীভূত


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: চট্টগ্রাম বোয়ালখালীতে আগুনে ভস্মীভূত হয়েছে তিন বসতঘর। এ আগুন নেভাতে গিয়ে স্থানীয় দুইজন আহত হয়েছে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ৮টার দিকে পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মজুমাল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে মো.বক্কর, মো. ফারুক ও জেনি বেগমের বসতঘর পুড়ে গেছে।

বাঁশের বেড়ার তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘরের মালামাল রক্ষা করা যায়নি। এসময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কাঁচা ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও সূত্রপাত নির্ধারণ করা সম্ভব হয়নি।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর