বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


মোঃইনামুল হক, রংপুর 

১১ নভেম্বর (সোমবার) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, মুজিববাদী সরকারে’, ‘আবু সাঈদের রংপুরে, বৈষম্য মানি না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশের বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম সমন্বয়ক সুমন বলেন, আন্দোলনের দিক দিয়ে রংপুর যদি এগিয়ে থাকতে পারে তাহলে দেশের প্রতিনিধিত্ব করার দিক থেকে রংপুর কেনো নয়? আবু সাঈদ ভাইয়ের আত্মত্যাগের পরেও যদি বৈষম্য নিরসন করতে না পারি তাহলে মনে হয় কখনো রংপুর সাথে বৈষম্য নিরসন হবে।

বেরোবির আরেক সমন্বয়ক জয় বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে রংপুর প্রায় সব দিক থেকে পিছিয়ে। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম আমাদের বৈষম্য দূর হবে। কিন্তু তার প্রতিফলন দেখছি না। দক্ষিণাঞ্চলের এক বিভাগ থেকে ১০ জনের অধিক উপদেষ্টা নেওয়া হলেও রংপুর থেকে একজনও উপদেষ্টা নেওয়া হলো না। আমরা মনে করি উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হলে তারা উত্তরাঞ্চলের সমস্যা তুলে ধরতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন বলেন, তিন মাস আগে আবু সাঈদসহ হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এখন লক্ষ্য করছি এই সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের আহত ও নিহত ভাইদের হত্যা করেছিল, তাদের বিচার এখনও হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভাইয়েরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছিল। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে, ছাত্রসমাজ আপনাদের সেই ক্ষমতা থেকে টেনে নামাতে পিছপা হবে না। আমাদের রংপুরের মানুষদের বোকা ভেবে তামাশা করবেন না। অধিকার আদায়ে ঘর থেকে বের হলে অধিকার আদায় করেই ঘরে ফিরবো।


Related posts

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

Chatgarsangbad.net

তাৎক্ষনিক সহায়তা পাওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানালেন সাতকানিয়ার কৃত্রিম বন্যায় ক্ষতিগ্রস্তরা

Chatgarsangbad.net

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment