আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় বাইক থেকে পড়ে বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু
পটিয়ায় বাইক থেকে পড়ে বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

বান্দরবান যাওয়া হলোনা ওদের


চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফজিলাতুন্নেছা (২৮)। তিনি মাগুরা জেলার মহেশপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। স্বামী আলিমুজ্জামান সুজন ও এক শিশুসন্তানকে নিয়ে তিনি মাগুরা থেকে বান্দরবানে ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ৯টার দিকে স্বামীর মোটরসাইকেলে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান পটিয়া হয়ে বান্দরবানমুখী যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে ফজিলাতুন্নেছা সড়কে ছিটকে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চালক পলাতক

দুর্ঘটনার পরপরই বাস ও চালক ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. জসিম উদ্দিন) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।”

স্বজনদের আহাজারি

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ফজিলাতুন্নেছার স্বামী ও শিশুসন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁর সংবাদ/চট্টগ্রাম প্রতিদিন

আপনার সামনে ঘটে যাওয়া যে কোন ঘটনার সংবাদ, ছবি ও ভিডিও  পাঠান চাটগাঁর সংবাদ এর – হোয়াটসঅ্যাপে- 01919-644893-প্রয়োজনে আপনার তথ্য গোপন থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর