বরমা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলার পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বরমা ডিগ্রি কলেজে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।

ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত কার্যক্রম তত্বাবধান করেন ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক খালেদুর রহমান ও শরীরচর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান। সঞ্চালনা করেন প্রভাষক আবুল মনসুর। এতে মো. আবু তাহের, মো. জসিম উদ্দিন, আনিসুল মালেক, মুবিননর রহমান চৌধুরী, মুজিবুল হক, মোহাম্মদ আলীসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে ১৫টি ইভেন্টে অর্ধশত পুরষ্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে নিরক্ষরতা ও দারিদ্রতামুক্ত শিক্ষিত, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হলে পাঠ ও সহপাঠক্রমিকের নিয়মিত অনুশীলন করতে হবে।


Related posts

রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী নেতার ইন্তেকাল

Chatgarsangbad.net

‘প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে মাতারবাড়ীতে সব প্রস্তুতি সম্পন্ন’

Chatgarsangbad.net

সচিবালয় অগ্নিকাণ্ড প্রমাণিত হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না-ধর্ম উপদেষ্টা

Md Maruf

Leave a Comment