বন্দরে কনটেইনারের কাপড় চুরির সময় আটক ১


নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১৩ নম্বর শেডে একটি কনটেইনারের সিল ভেঙে কাপড় চুরির সময় সিসিটিভিতে দেখে মো. সাইফুল ইসলাম রুবেলকে (৩৪) আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরের উপসচিব জানিয়েছেন, সিসিটিভিতে কয়েকজনকে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ একটি কনটেইনারের সিল ভেঙে চুরি করতে দেখে বন্দরের নিরাপত্তা বিভাগ একজনকে আটক করেছে। তার কাছে ৭টি কাপড়ের রোল ও চার পিস ইয়াবা পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, ট্রাকটি তার নিজস্ব। একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে ঢুকেছিলেন।

পরে রুবেলকে কাপড়, ইয়াবা, ট্রাকসহ বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

 


Related posts

ঈদগাঁও পাবলিক লাইব্রেরীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী ক্যাডারদের ভুরিভোজ

Chatgarsangbad.net

কেন্দ্রীয় তপোবন আশ্রম কার্যকরী পরিষদের সাথে আঞ্চলিক শাখাসমূহের পরিচিতি ও সমন্বয় সভা সম্পন্ন

Chatgarsangbad.net

মনে হয় একটা শেষ খেলা হবে, দ্বন্দ্ব এখন অনিবার্য : মঞ্জু

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment