ফটিকছড়িতে বৈদ্য মনসুর হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার


ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বৈদ্য আবুল মনসুর হত্যাকাণ্ডের মূল আসামি মোহাম্মদ মুছা (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে উপজেলার বিবিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের পর থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে মুছাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নিহত মনসুর ও মুছার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন একই ইউনিয়নে হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল। মুছা ও তার পরিবারের সদস্যরা পূর্বে মনসুরের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন। তবে ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে শত্রুতা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট রাত ৯টা থেকে ১০টার মধ্যে মুছা ও তার এক সহযোগী ফটিকছড়ি পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের মনসুরের নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

গ্রেফতার মুছা হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ ছাফার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে ৮ আগস্ট রাতে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, গ্রেফতার মুছা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর সহযোগীকে গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মুছাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ৮ আগস্ট দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের আদর্শ গ্রামে বৈদ্যের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 


Related posts

আজ চাটগাঁর সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল কৈয়ূম চৌধুরীর জন্মদিন

Chatgarsangbad.net

আদালত ভবনে মাদক ভাগাভাগি নিয়ে মারামারি!

Chatgarsangbad.net

ফটিকছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

Chatgarsangbad.net

Leave a Comment