আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে টিসিবির ১ হাজার লিটার তেলসহ ব্যবসায়ী আটক


নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার হতে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৪০ লিটার সয়াবিন তেলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ইউএনও মো. মোজাম্মেল হক জানান, নানুপুর বাজারে এক ব্যবসায়ী টিসিবির পণ্য মজুদ করেছে এবং সকাল ৯টার মধ্যে তা বিভিন্ন জায়গার সরবরাহ করা হবে। এমন তথ্য পাওয়ার পর সকালে নানুপুর বাজারের কাঁচা বাজারের সাথে লাগোয়া কামাল স্টোরে অভিযান চালিয়ে ১ হাজার ৪০লিটার সয়াবিন তেলসহ ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়েছে।

আটক ব্যবসায়ীকে জিজ্ঞাস্যবাদসহ পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার ও নানুপুর ইউপির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর