নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে মো. হাসান প্রকাশ ইমন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত ইমন ওই এলাকার বেরইন্নে বাপের বাড়ির ফকির আহমদের ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হালদার পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ইমন ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় না ফিরলে তার স্ত্রী বাড়ির চারিদিকে ও আত্মীয়-স্বজনের কাছে ফোন করে নিহত ইমনের খোঁজ নেয়। কোথাও সন্ধান মেলেনি। শেষে বাড়ি হতে প্রায় আধা কিলোমিটার দূরে হালদার পাড়ে আকাশমনি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয় কৃষক।
নিহতের বড় ভাই রমজান জানান, আমার ভাইয়ের সাথে পারিবারিক কোন সমস্যা ছিলনা। তবে তার সাথে বিভিন্ন জনের সাথে লেনদেন ছিল। আমরা মনে করছি, ইমনকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
Leave a Reply