উত্তর চট্টগ্রামচট্টগ্রামবাছাইকৃত খবর

ফটিকছড়িতে উঠতে শুরু শীতকালীন সবজি: ন্যায্য দামের অভাবে হতাশ কৃষক


ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। উপজেলার বুক চিরে বয়ে যাওয়া হালদা নদী, ধুরু খাল ও সত্তাসহ বিভিন্ন খালের চরে উৎপাদিত এসব সবজি এখন প্রতিদিনই স্থানীয় বাজারে উঠছে।

বিশেষ করে হালদা নদীর চর নাজিরহাট, চাটগাঁও পাড়া, কুম্বারপাড়া, সুয়াবিল, নাছির মোহাম্মদ ঘাট, সুন্দরপুর, হারুয়ালছড়ি। এছাড়া ধুরুং খালের চর কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন এলাকা, এবং সত্তা খালের খিরাম ও ধর্মপুর ইউনিয়নের বহু গ্রামে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে শীতকালীন সবজি।

স্থানীয় চাষিরা জানান, প্রতিদিন এসব সবজি বিবিরহাট, নাজিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম নগর থেকে অসংখ্য পাইকার সরাসরি ফটিকছড়িতে এসে পাইকারি দামে সবজি কিনে শহরে নিয়ে যাচ্ছেন।

কিন্তু সমস্যা হচ্ছে বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, তার কাছাকাছিও পাচ্ছেন না কৃষকরা। মধ্যস্বত্বভোগীরা পাইকারি দামে কিনে শহরে ও স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করায় লাভবান হচ্ছে কেবল তারাই।

এদিকে সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, সরকারি পর্যায়ে বাজার মনিটরিং বা কোনও কার্যকর তদারকি না থাকায় কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং সাধারণ মানুষ বাজারে গিয়ে উচ্চ দামে সবজি কিনে প্রতারিত হচ্ছেন।

কৃষকদের দাবি সরকারি নজরদারি বাড়ানো হলে তারা ন্যায্য দাম পাবেন, এবং ক্রেতারাও স্বস্তিমূল্যে মৌসুমি সবজি কিনতে পারবেন।


Related posts

পটিয়ায় প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্মাহুতি বার্ষিকী পালন

Chatgarsangbad.net

ঈদের সকালে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Chatgarsangbad.net

তবলা সন্ধ্যায় দর্শক-শ্রোতারা ডুবে গিয়েছিলেন সুরের আবেশে

Chatgarsangbad.net

Leave a Comment