ফটিকছড়ি পাইন্দংয়ে ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যার চেষ্টা


নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়িতে ছুরিকাঘাতে মহিন (৩৫) নামে এক যুবদল নেতা গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি ) রাত ১১টার দিকে উপজেলার পাইন্দং ফকিরচাঁন গ্রামে এই ঘটনা ঘটে। আহত মহিন ফকিরচাঁন গ্রামের শফিউল আলমের ছেলে। তিনি পাইন্দং ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক ।

পাইন্দং ইউনিয়নের ১ নাম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল বশর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,মহিন এম.বি.ব্রীক ফিল্ড কেরানি হিসাবে চাকুরি করেন, গত শনিবার রাত ১০টার দিকে ফটিকচাঁন আধারটেক দোকান থেকে ব্রীক ফিল্ডে যাওয়ার সময় হঠাৎ জেলা যু্বদল নেতা আমিন তালুকদার ও মনির নেতৃত্বে ৭/৮জন এসে মেরে রক্তাক্ত ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে মহিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রামে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় মাদরাসার সহ-সভাপতি হাজী আহমদুল হক বলেন,গত ১৯ ফেব্রুয়ারি এলাকার সংবাদ সম্মেলনের জেরে মহিনকে পূর্বের পরিকল্পিতভাবে আমিন তালুকদারে নেতৃত্বে হত্যার উদ্দ্যোশে ধরে নিয়ে যায়।পরে আমি ৯৯৯ কল দিলে পুলিশ আসলে মহিনকে ছুরি দিয়ে গুরুত্বর আহত করে রাস্তায় রেখে পালিয়ে যায়।

ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক আহ্বায়ক ঈমাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মহিন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে। তাকে পূর্বের জেরে এই ঘটনা ঘটায়ছে । এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জানান, শনিবার রাত ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে,এক যুবদল নেতা গুরুতর ছুরিকাঘাত হয়েছে জানা যায়। আহত মহিনের মা নুর আয়েশা অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


Related posts

উত্তর কাট্টলী এলাকায় বেদখল হওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

Mohammad Mustafa Kamal Nejami

জেলা প্রশাসনের তৎপরতায় চট্টগ্রামে শতকোটি টাকার ‘খাসভূমি’ উদ্ধার

Chatgarsangbad.net

চন্দনাইশে দুর্ধর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment