সাদ্দাম হোসেন
নানাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার এর সাথে ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও নানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব রায়হানুল আনোয়ার রাহী এর নেতৃত্বে নানুপুর ইউনিয়ন বিএনপির একটি প্রতিনিধি টিম ফটিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহব্বায়ক জনাব রায়হানুল আনোয়ার রাহী, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, নানুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, নানুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল্লাহ, নানুপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুসাইন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্নেল আজিম উল্লাহ বাহার (অবঃ) বলেন আওয়ামীলীগ পালিয়ে গেছে চিন্তা করে আগামীতে আমাদের পথ একদম পরিষ্কার এমন মনোভাব নিয়ে যদি রাজনীতি করে জনগণের উপর যেমন ইচ্ছে তেমন করে অন্যায় কর্মকাণ্ড করার চেষ্টা করা হয় তাহলে যারা এমন কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরোদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন আমাদেরকে সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণের কাতারে গিয়ে জনগণের ঘরে ঘরে গিয়ে সেই ৩১ দফা সম্পর্কে জনগণকে বুঝাতে হবে, জনগণের অধিকার আদায়ে একটি জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে আগামীর রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব তৈরি করতে জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
Leave a Reply