পেকুয়া সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ নিহত- ৫


এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় এবিসি আঞ্চলিক মহাসড়ক হাজি বাজার এলাকায় আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাতটার সময় চট্টগ্রাম মুখি সিএনজি ও পেকুয়া মুখি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা পিতা ও ছয় মাসের শিশু সন্তান সহ ড্রাইভার এবং যাত্রী ৫ জন নিহত‌ হয়েছে, আহত হয়েছে ৩ জন।

নিহতরা হলেন, মধ্যম মাদার্শা আলিশা ফকির বাড়ী হাট হাজারীর এলাকার মুন্সী মিয়ার পুত্র ফিরুজ(৪৯) ও তাহার স্ত্রী শাহিনা আক্তার(২৯) পিতার বাড়ি (কুমিল্লা লাকশাম)৬ মাসের শিশু সন্তান জাহেদ। পেকুয়া উজানটিয়া নতুন ঘোনা এলাকার মৌঃ বজল আহমদ এর পুত্র কারী আব্দুর রহমান(৩৫)।

পেকুয়া ধনিয়া কাঁটা এলাকার সৈয়দ আহমদ এর পুত্র সিএনজি ড্রাইভার মনিরুল মুন্না(২০)। আহতরা হলেন, নিহত ফিরোজ এর দুই পুত্র ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছে। অপর জন ঢাকা সোনারগাঁও মূরগা পাড়া দোলতপুর এলাকার মৃত নুরুল ইসলাম এর পুত্র আল আমিন বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছেন ।


Related posts

পতেঙ্গায় মরহুম আব্দুর রশীদ স্মৃতি সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

Chatgarsangbad.net

রাউজানে ভাত খাওয়ার সময় ঘুরে ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

Chatgarsangbad.net

মশা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা চসিক মেয়রের

Chatgarsangbad.net

Leave a Comment