পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী অফিস কার্যালয়ে রাতের অন্ধকারে প্রবেশ পথ ভেঙ্গে দখলে নেওয়ার খবর পাওয়া গেছে।
গত ৫ই আগস্ট ২৪ ইং মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সুযোগ কে কাজে লাগিয়ে পেকুয়া উপজেলা শাখার আওয়ামীলীগের কার্যালয়ে রাতের অন্ধকারে প্রবেশ পথ ভেঙ্গে দখলে নেওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়।
পেকুয়ার একমাত্র বানিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অবৈধভাবে জমি দখল করে গত সরকার থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে স্থাপনা নির্মাণ করে অফিস তৈরি করে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যান।
অনুসন্ধানে করে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানা যায়- গত ২৫ শে এপ্রিল শুক্রবার রাত ০৯ টার দিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় ভাংচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কক্সবাজার জেলার ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এইচ,এম শওকত হোসেন এর শাশুর পেকুয়া বাজারের ব্যবসায়ী নাজেম উদ্দিন নূরী জড়িত বলে জানা যায়।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের অফিস ভাংচুর বিষয়ে জানতে চাইলে- জেলা ছাত্রলীগের নেতা ও জেলা পরিষদের সদস্য এইচ,এম শওকত হোসেন এর শাশুর মোঃ নাজেম উদ্দিন নূরী বলেন- আমি কোন আওয়ামী লীগের অফিস ভাংচুর করে দখল করছি না। আমার দোকানের চলাচলের পথ বন্ধ করে আওয়ামী লীগের অফিসের সিঁড়ি তৈরি করছিল। এখন আমার দোকানের চলাচলের জন্য সিঁড়ি ভেঙে চলাচলের পথ তৈরি করছি।
Leave a Reply