পতেঙ্গায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও প্রতিনিধি সভা


নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মশালা ও প্রতিনিধি সভা ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো. হারুন কোম্পানির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ নুরুল আবছার,সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, সাবেক সহ-সভাপতি পতেঙ্গা থানা বিএনপি মো.ইউসুফ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিটসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Related posts

চন্দনাইশে আ’লীগের জেলহত্যা দিবস পালন

Chatgarsangbad.net

রাউজানে পাহাড় কাটায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

Chatgarsangbad.net

দ্বাদশ নির্বাচনের পর সাতকানিয়া-লোহাগাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত, অভিযোগ নদভীর

Chatgarsangbad.net

Leave a Comment