আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গা জেলেপাড়ায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হাজারো ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার (২৭ জুন)বিকাল ৩ টায় জেলেপাড়ার পুনিল সর্দারের বাড়ি থেকে রথযাত্রা বের হয়ে কাটগড় মোড়, মহাজন ঘাটা ও কে-ইপিজেড মোড়সহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলেপাড়ায় এসে শেষ হয়।

নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।

তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পতেঙ্গা মডেল থানা পুলিশের পক্ষ থেকে ছিলো তিন স্তরের নিরাপত্তা বলয়।

রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজনের ছিলো বিশ্ব শান্তি কামনায় পবিত্র গীতাপাঠ,ভোর থেকে কীর্তন, পূজা, ভোগ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন, রথযাত্রা আয়োজক কমিটির সভাপতি সনজিত চৌধুরী, সহ-সভাপতি নারায়ণ দাশ,সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ,অর্থ সম্পাদক রিক্তিক দাশ,কোষাধ্যক্ষ সুভাষ দাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন, একতা বন্ধু মহল সংঘের বাপ্পি দাশ, রকি, সনজয়, দুর্জয়, অন্তু দাস, শ্রী শ্রী লোকনাথ সংঘের আশীষ দাশ, রিপন দাশ, সবুজ,
হ্যাপী ভয়েস ক্লাবের সাজু দাশ, প্রসনজিদ দাস, রুবেল দাস, সজিব দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর