Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সায়েম গ্রেফতার


চাটগাঁর সংবাদ ডেস্ক:  আগ্নেয়াস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোঃ সায়েম (৪৩) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। সায়েম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মৃত নুরুল আলমের পুত্র।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুরের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম নগরীর খুলশী থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খার বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি ঘরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। গত ৪ আগস্ট পটিয়ায় মাদ্রাসা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণসহ সমস্ত অস্ত্রসস্ত্র সরবরাহ করেছে, এ সংক্রান্তে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।

আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হবে।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ভাংচুর, লুটপাট সহ ৫টি মামলা রয়েছে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে জানান পুলিশ।


Related posts

চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আগামিকাল

Chatgarsangbad.net

২১ বছরেও শেষ হয়নি চবির ছাত্রলীগ নেতা মর্তুজা হত্যার বিচার

Chatgarsangbad.net

উখিয়ায় ক্যাম্পে আকস্মিক রোহিঙ্গা সমাবেশ:নিজদেশে ফিরতে জানালেন আকুতি

Chatgarsangbad.net

Leave a Comment