আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হবে, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী


 

সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক প্যানেল স্পিকার, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের অবশ্যই নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে। নারীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে অবশ্যই আমার দেশের মা বোনেরা কল্যাণময় ওয়েলফেয়ার স্টেট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন।কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামির চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেকদের সভাপতিত্বে ও অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষার্থীদের বিদায় ও বরণ সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন,কলেজ গভর্নিং বডির সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমির মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ,মাওলানা আবুল ফয়েজ,সাতকানিয়া জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল হক,কলেজের অধ্যক্ষ রুহুল কাদের,সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর,উক্ত কলেজের সিনিয়র শিক্ষক লোহাগাড়া জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আহসানুল্লাহ ইসলামাবাদী,সাতকানিয়া জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন ও অধ্যাপক জয়নাল আবেদীন। এ সময় প্রবীন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর