নারীর ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মীর হেলাল


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, দেশের নারীর ক্ষমতায়নের প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে নারী জাগরণের ভিত্তি স্থাপন করেছিলেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, “বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে এবং সেই কার্ডের মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। এটি হবে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্তগ্রহণের একটি বাস্তব প্রতীক। পাশাপাশি নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে নেতৃত্ব দিতে পারেন।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন—যে নারীরা সমাজে প্রতিনিধিত্ব করেন, তারাই প্রকৃতপক্ষে রাষ্ট্রের উন্নয়ন ও মানবিক অগ্রগতির চালিকাশক্তি। আগামী বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে নারীরা শুধু অংশগ্রহণকারী নন, বরং নীতি-নির্ধারক ও নেতৃত্বদাতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

ব্যারিস্টার মীর হেলাল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সমালোচনা করে বলেন, “তারা সব সময় ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে এবং বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে—বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকই দলের শক্তি। আমাদের ভোটব্যাংক কোনো ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নয়; আমাদের ভোটব্যাংক ১৮ কোটি দেশপ্রেমিক বাংলাদেশি।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদ, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, কাশেম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর, আবু সাদেক, জসিম, জামাল আনছারী, মোস্তাক আহমেদ, ইউসুফ মাস্টার ও আবদুল হক প্রমুখ।


Related posts

চন্দনাইশে সাংবাদিক আহসানুল হুদার মৃত্যু বার্ষিকী পালিত

Chatgarsangbad.net

অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

Chatgarsangbad.net

দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনীময় সভা অনুষ্ঠিত

Md Maruf

Leave a Comment