নাইক্ষ্যংছড়ি’তে ইট ভাটায় যৌথ অভিযান:গুড়িয়েছে ভাটা


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ইটভাটায় সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,পরিবেশ অধিদপ্তর,বনবিভাগ ও পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের  ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ ইটভাটায় তৈরী করা ইট নষ্ট ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ বিধ্বংসকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর’র পরিচালক নুর উদ্দিন, সহকারী পরিচালক  রেজাউল করিম, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার,  ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) গোলাম কিবরিয়া সহ ফায়ার সার্ভিস ও ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইটভাটা গুড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।


Related posts

চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৬৭

Chatgarsangbad.net

বাবার প্রয়াণে শেষ কয়েকটা দিন

Chatgarsangbad.net

চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃত্বকে রিয়াদ আরেফিন ইমনের শুভেচ্ছা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment