নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগের ৩ নেতা আটক


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে নাশকতার দায়ে ৩ আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত ১টার সময় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক এর নেতৃত্বে সন্ত্রাস ও নাশকতা করার পূর্ব পরিকল্পনার অপরাধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৩ জন নেতাকে আটক করে।

আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাকঢালা বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র মো : সিরাজুল হক (৬০), নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সদর ইউনিয়নের ৭নং ইউপি’র সদস্য কম্বনিয়া এলাকার মোঃ কাশেম আলীর পুত্র মো : মোঃ আলী হোসেন ( ৪৩), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাকঢালা এলাকার মৃত মৌলভী জাগের হোসেনের পুত্র মোঃ ফয়েজুল্লাহ ( ৪২)।

আটককৃত উক্ত আওয়ামীলীগ নেতাগণ বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ১১ নভেম্বর সকালে বান্দরবান আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা যায়।

জানা গেছে,তাদের বিরুদ্ধে নাশকতাসহ নানান অভিযোগ রয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক ৩ আওয়ামীলীগ নেতাকে আটকের এই তথ্য নিশ্চিত করে
তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়িতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে মধ্যরাতে আটক করে পুলিশ।


Related posts

মহেশখালীতে পুলিশের অভিযানে ৬ আসামী গ্রেফতার

Chatgarsangbad.net

শীতকালীন সবজি : ফটিকছড়ির চাষিরা হতাশ

Mohammad Mustafa Kamal Nejami

লংগদুতে জাতীয় যুব দিবস উদযাপন

Chatgarsangbad.net

Leave a Comment