নাইক্ষ্যংছড়ি সীমান্তে অর্ধলাখ ইয়াবা উদ্ধার


চাটগাঁর সংবাদ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধলাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে মাদকের বড় এই চালানটি ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টার দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে দেখে। বিজিবির অবস্থান টের পেয়ে কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার সকালে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিজিবির এই অভিযানে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।


Related posts

জেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় নুরুল ইসলাম লিপু

Mohammad Mustafa Kamal Nejami

দক্ষিণ চট্টগ্রামে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি

Chatgarsangbad.net

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীদের উপহার দিলেন ফয়সাল সিকদার সোহান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment