চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

ধানের শীষের বিরোধীরা বিএনপির শত্রু: সরওয়ার জামাল নিজাম


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, “যারা ধানের শীষের বিরোধিতা করবে তারা বিএনপির শত্রু। আমাদের নেতা তারেক রহমান আমাকে ধানের শীষ দিয়েছেন—এই ধানের শীষকে আমরা অবশ্যই জয়ী করব এবং তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমার দ্বারা বিগত দিনে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আনোয়ারা–কর্ণফুলীর মানুষ জানে—আমি নির্বাচিত হলে তাদের ক্ষতি হবে না। প্রতিশোধের রাজনীতিতে আমি বিশ্বাসী নই।”

সরওয়ার জামাল নিজাম দাবি করেন, গত ১৭ বছর এলাকার তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা ধানের শীষে ভোট দিতে উচ্ছ্বসিত ও আগ্রহী।

কালাবিবির দিঘির মোড় থেকে আনোয়ারা–কর্ণফুলী উপজেলা বিএনপির ব্যানারে র‌্যালীটি শুরু হয়ে টানেল সংযোগ সড়ক হয়ে চাতুরী চৌমহনী অতিক্রম করে কর্ণফুলীর বড়উঠান এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন—আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফৌজুল আমিন, আবুল কালাম আবু, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, বদরুল হক চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারেস আহমদ হারেস প্রমুখ।

র‌্যালীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা–কর্মী বাদ্যযন্ত্র, ব্যানার ও তারেক রহমান–খালেদা জিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন।


Related posts

আনসারের অনুপস্থিতে বিকল্প ব্যবস্থা শাহ আমানতে

Chatgarsangbad.net

বাঁশখালীর খাটখালীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

Chatgarsangbad.net

কালিয়াইশের ভূমিদস্যু দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেন স্হায়ীরা

Chatgarsangbad.net

Leave a Comment