দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে, ফিল্ড সার্ভে শুরু


নিউজ ডেস্ক : যানজট নিরসনে মনোরেল নির্মিত হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। প্রকল্প বাস্তবায়নের লক্ষে ফিল্ড সার্ভে শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসের চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ে এ উপলক্ষে এক সভা হয়।

সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কনট্রাকটরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে।

এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা এরই মধ্যে সমঝোতা স্মারক সই করেছি। আজ প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হচ্ছে। এরপর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ শুরু হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।


Related posts

ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি না থাকলে দেয়া যাবে না এসএসসি পরীক্ষা

Chatgarsangbad.net

এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকীতে ১৪ দিনব্যাপী মেলা

Chatgarsangbad.net

ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা আগামিকাল শুরু

Chatgarsangbad.net

Leave a Comment