ডা. শাহাদাৎ হোসেনকে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষিত


চন্দনাইশ প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকায় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে দলটির চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম-১৪(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ডা. শাহাদাৎ হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত হওয়া প্রার্থীকে নিজ সংসদীয় এলাকায় কাজ করার নির্দেশনাও দেন তিনি।

বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শুরা সদস্য মাওলানা আয়ূব আলী, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আমীরুল ইসলাম, চন্দনাইশ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগু সাংগঠনিক থানার সাবেক আমীর ডাক্তার আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সভাপতি মাস্টার নুরুল হুদা, বাংলাদেশ জামায়াত ইসলামী চন্দনাইশ শাখার সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি নাছের উল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন সভাপতি সাংবাদিক আবুল বশর সিদ্দিকি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।

ছবির ক্যাপশনঃ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করলেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। ফুলেল শুভেচ্ছা বিনিময়।


Related posts

ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Chatgarsangbad.net

চন্দনাইশ উপজেলা সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা আলহাজ্ব আহমদুর রহমান এর ইন্তেকাল

Chatgarsangbad.net

চট্টগ্রাম বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

Chatgarsangbad.net

Leave a Comment