আজ ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি আজ: আদালত প্রাঙ্গণে পুলিশের কড়াকড়ি


চাটগাঁর সংবাদ ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের বিরুদ্ধে আজ (রবিবার) চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকে কেন্দ্র করে সংঘাত এড়াতে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল এবং ফাঁসির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছে ছাত্রসমাজ।

রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে আদালতে প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে এসব চিত্র।

এর আগে, গত ৩০ এপ্রিল দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে হাইকোর্টের এই আদেশের কয়েক ঘণ্টা পরই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে।

সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। পরে আবার আদেশ প্রত্যাহার করে নেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য আজ (রবিবার) দিন ধার্য করেন।

দেখা গেছে, আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতে প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছে। ব্যক্তিগত গাড়িগুলো তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে ঢুকতে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে সাধারণ বিচারপ্রার্থীদেরও। আদালত ভবনের সামনেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয় সাধারণ ছাত্রসমাজ। তারা এ সময় চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল চেয়ে বিক্ষোভ জানান। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে গত বছর চিন্ময়ের জামিন নিয়ে হওয়া সংঘর্ষে খুনের শিকার অ্যাডোভোকেট আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। তবে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে চিন্ময় দাসের পক্ষে জামিন আবেদন করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর