আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৪০ হাজার টাকা জরিমানা


আহসান উদ্দীন পারভেজ: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোমিন রোড জনপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডার মিষ্টির দোকানে জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে

ঘন্টা ব্যাপী এ অভিযানে দই মিষ্টি, সহ বিভিন্ন মিষ্টান্ন খাবার পণ্যের তদারকি করা হয়।

এসময় জনপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করতে দেখা যায়। যত্রতত্র অস্বাস্থ্যকরভাবে খাবার খোলা রাখা, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি, দই মিষ্টির মধ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় । অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নেপাল দত্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী প্রতিষ্ঠানকে সিলগালা করা সহ এ ব্যাপারে কঠোর ভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর উপপরিচালক মোঃ ফয়েজ উল্যাহ ।

সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর