চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ


আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দুই দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ দুই দিনের সফরে চীন গেছেন।

বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন তিনি।

এমন এক সময়ে তার এই সফর হচ্ছে, যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা বাড়ছে। ইসরায়েলি আক্রমণের প্রথম ঘণ্টায় দেশটি কীভাবে সহজেই তার আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা নিয়ে প্রশ্ন উঠছে।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এই সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত বলে ঘোষণা দেন। এরপরও অবশ্য দুই দেশ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে।

 


Related posts

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ সম্মাননা নিলেন শেখ হাসিনা

Chatgarsangbad.net

মধুমেলায় উপচে পড়া ভিড়

Chatgarsangbad.net

ভারতে ভোট শেষ, ফল মঙ্গলবার

Chatgarsangbad.net

Leave a Comment