আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চির নিদ্রায় শায়িত বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী বজল আহমদ


শেফাইল উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজল আহমদ কে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ঈদগাঁও হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে জুমবারি কবর স্থানে দাফন করা হয়। জানাজায় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াত আমির সেলিম উল্লাহ জিহাদী, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২৫ মে দুপুর ১২ টা ৫০ মিনিটে ঢাকার মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন দোরারোগ্য ব্যাধিতে ভোগ ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,১ ছেলে ৪ মেয়ে ,অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি দীর্ঘদিন ঈদগাঁও উপজেলা বিএনপি,সদর বিএনপির দ্বায়িত্ব পালন করেন এবং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ঈদগাঁও প্রেসক্লাব, ঈদগাঁও সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও উপজেলা শাখা, ঈদগাঁও বাজার স্বর্ন ব্যবসায়ী মালিক সমিতি, ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর