চন্দনাইশের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও ২০২৩ ও ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৪৩ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং আলোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
চন্দনাইশ উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রমুখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মাওলানা আলহাজ্ব নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক যথাক্রমে বাবু রনজিত কুমার দে, মিসেস মিতা বড়ুয়া, সাখাওয়াত হোসেন, বাবু বিজন চক্রবর্ত্তী, আবদুল আজিজ, মাওলানা মো. হোছাইন শাহীন, পারভীন আকতার, নাসরিন আকতার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসরাত নজরুল সামিয়া, ইশাত কামাল ইভা, আশরাফুল মুনতাসির, তৃষা দে, অর্ক বড়ুয়া জয়, সেজুতি বড়ুয়া, চৈতী দাশ প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা।৳##


Related posts

পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত, মৃত্যু ১

Chatgarsangbad.net

বিমানবন্দরে ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিক আটক

Mohammad Mustafa Kamal Nejami

কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা- রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই

Md Maruf

Leave a Comment