আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী


আরফাত হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বিশাল আনন্দর‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে আনন্দর‍্যালীটি গাছবাড়িয়া ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে আনন্দর‍্যালীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার।

চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইখতিয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসাদুল ইসলাম, মোহাম্মদ মিজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সেলিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাসেম, হাসান মুরাদ, আলী আজগর, সরোয়ার উদ্দিন, রহিম উদ্দিন, মো. হাসান, জয়নাল আবেদিন সোহেল, আমিনুল ইসলাম, আবু ইউসুফ, এবিএম রহিম, আবু তৈয়ব রিপন, আব্দুল মান্নান, মোহাম্মদ রহিম উদ্দিন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর